শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্র্যান্ডে কাজের সুযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির উদ্যোগ নেয় উদ্ভাবনী ব্র্যান্ড হুয়াওয়ে। সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় পাশ করা মাত্রই উজ্জ্বল পেশাজীবন পান, সেটাই ছিল আয়োজনের মূল লক্ষ্য বলে জানায় উদ্যোক্তারা।

চুয়েটের কয়েকটি বিভাগ থেকে প্রায় তিনশ শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। যার মধ্যে ছিল বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও ইন্টারভিউ সেশন। নির্বাচিত শিক্ষার্থীরা উদ্ভাবনী ব্র্যান্ডে সরাসরি কাজের সুযোগ পাবেন। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে মো. ফারা নেওয়াজ সেশন পরিচালনা করেন। তিনি বৈশ্বিক ও জাতীয় টেলিকম শিল্পের বর্তমান প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট খাতে উদ্ভাবনী ব্র্যান্ডের অবদান নিয়ে আলোচকপাত করেন।

হুয়াওয়ে ব্র্যান্ডের এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, নিয়মিত ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে আমরা নতুন স্নাতকের জন্য কাজের সুযোগ তৈরি করছি, যেন তারা দেশের প্রযুক্তিগত মানোন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। নতুন গ্র্যাজুয়েট ও অভিজ্ঞতার পরিবার ও সমন্বয়টা জরুরি। সদ্য স্নাতকরা নিত্যনতুন ধারণা নিয়ে কাজ করতে পারে। চুয়েটে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যাদের নিজেদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পেরেছি।