প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
প্রকাশ এর সময় - ১৭ এপ্রিল ২০২৫, বিকাল ০২:৪৯

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা। বুধবার বেলা ১২টা ৪ মিনিটে বিএনপি মহাসচিবকে বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করেছে।
বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো।