ঘরের মাঠে অবসর নেওয়াই বড় ইচ্ছা: সাকিব

বাংলাদেশ জাতীয় দলের ‘নির্বাসিত’ ক্রিকেটার সাকিব আল হাসান। রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে এসে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। দেশে বাইরের সিরিজেও তাকে রাখা হচ্ছে না জাতীয় দলে। তবে সাকিব এখনো স্বপ্ন দেখেন, জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। দেশের মাটিতে অবসর নেওয়াই তার বড় ইচ্ছা বলে সংবাদ মাধ্যম ডেইলি সানকে সাক্ষাৎকারে বলেছেন বাঁ-হাতি এই স্পিনার।

সাকিব সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ আমার প্রাপ্য। অধিকাংশ মানুষই চায় আমি আরও কিছুদিন ক্রিকেট খেলি এবং দেশের মাটিতে অবসর নিই। আমিও মনে করি, আরও এক দুই বছর খেলে যাওয়ার সামর্থ্য আমার আছে। সেজন্য সর্বোচ্চ মহলের সদিচ্ছা প্রয়োজন।’ 

সাকিব জানান, বিসিবির প্রতি তার কোন অভিযোগ নেই। বোর্ডের সীমাবন্ধতা আছে বলেই মনে করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মামলা ও তদন্তে সহায়তা করতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতেও আপত্তি নেই বলে উল্লেখ করেছেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার।