সালমানকে হুমকি, একজনকে খুঁজে পাওয়ার পর যে তথ্য দিল পুলিশ

সালমান খানকে হুমকি দেওয়া যেন এখন ‘ডাল-ভাত’ হয়ে গেছে। বোমা মেরে সালমানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেবেন, তার আবাসনে হামলা চালাবেন বলে গত সোমবার হোয়াটস্‌অ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর।

এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই ঘটনায় একজনকে খুঁজে পেয়েছে পুলিশ। তার নাম ময়াঙ্ক পান্ডে। হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে তার ফোন থেকেই সালমানকে হুমকির বার্তা পাঠানো হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে আজ দুপুরে পুলিশ জানিয়েছে, ময়াঙ্ক পান্ডে মানসিকভাবে অসুস্থ। এরই মধ্যে তার বিরুদ্ধে একটি আইনি নোটিশ জারি করা হয়েছে। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। যখনই পুলিশের প্রয়োজন হবে তখনই তাকে হাজির হতে বলা হয়েছে।